০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ এএম ভারতীয় বাংলা সিনে দুনিয়ায় অন্ধকারের ছায়ার মতো কলঙ্ক লিপ্ত হলো। নতুন অভিনেত্রীদের ওপর বলপ্রয়োগ করে দেহব্যবসার অভিযোগে কলকাতার অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (৫ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৪১ বছর বয়সী এ অভিনেত্রীকে আটক করা হয়েছে। তারপরই পুলিশ সূত্রে এ চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ভারতীয় আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর, পুলিশ দুজন ছদ্মবেশী গ্রাহক পাঠায় অভিযুক্ত আনুশকা মনি মোহন দাসের সঙ্গে যোগাযোগ করার জন্য। বুধবার (৩ সেপ্টেম্বর) এ অভিনেত্রী তাদের মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ের কাছিমীরা এলাকার একটি শপিংমলে দেখা করতে বলেন। এ বিষয়ে মীরা-ভায়ান্দার, বাসাই-ভিরার পুলিশের সহকারী কমিশনার মদন বল্লাল বলেন, ‘আমাদের টিম ওই জায়গায় অভিযান চালায়। ছদ্মবেশী গ্রাহকের কাছ থেকে টাকা...