ঘর সাজাতে আমাদের কত রকমের ভাবনা! কেউ দেয়ালের রঙ পাল্টায়, কেউ নতুন ল্যাম্প ঝুলিয়ে দেয়, কেউ আবার সোফা কাভার বদলে একটু ‘নিউ লুক’ আনতে চায়। কিন্তু জানেন কী? অনেক সময় এত কিছু না করেও, শুধু একটা জিনিস বদলালেই ঘরের পুরো চেহারা বদলে যায়—পর্দা!শুধু জানালা ঢাকার জন্য না, এখন পর্দা মানেই ঘরের স্টাইল, মুড আর আপনার রুচির একটা চুপচাপ ভাষা। একটা ঠিকঠাক পর্দা বদলে দিতে পারে ঘরের আলো, ফিলিং আর আপনার নিজের ভাইব।চলুন, ঘরের কোন কোন জায়গায় কেমন পর্দা মানায়, সেটা জেনে নিই। আর হ্যাঁ, কিছু ছোট টিপস থাকছেই, যাতে আপনার ঘরটা দেখতেই না, থাকতে আরামদায়কও হয়!পর্দা কেন এত গুরুত্বপূর্ণ?অনেকেই ভাবেন, পর্দা মানেই শুধু রোদের আলো আটকানো আর একটু প্রাইভেসি রাখা। কিন্তু আসলেই কি শুধু এইটুকুই? না! একটা সঠিক পর্দা—সম্পর্ক সুন্দর...