০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম বিনিয়োগের নামে প্রতারণা,এক ব্যবসায়ীর থেকে ৬০ কোটি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। ঘটনা এতদূর গড়িয়েছে যে, এ কারণে তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। মামলার তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা। দ্য হিন্দুর খবর জানা যায়, এই তারকা দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর বিনিয়োগের নামে টাকাটি নেয়। এ প্রসঙ্গে ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই দম্পতি ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তার কাছ থেকে মোট ৬০ কোটি রুপি নেন। কিন্তু পরে জানা যায়, সেই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে। প্রথমে এই টাকা ঋণ হিসেবে নেওয়া হলেও পরে...