ভারতীয় দণ্ডবিধির ১৪৩(৩) ধারা অনুযায়ী মানব পাচারের মামলা দায়ের হয়েছে। পাশাপাশি অনৈতিক দেহব্যবসা প্রতিরোধ আইনের ধারাও রয়েছে।গ্রেপ্তারকৃত আনুশকা মনি মোহন দাসের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, পরিচয় হিসেবে তিনি লিখেছেন, মডেল-অভিনেত্রী, বলিউড ড্যান্স পারফরমার, কনটেন্ট ক্রিয়েটর। এ অভিনেত্রী ‘মুন দাস’ নামেও পরিচিত। সানি সিং, মিকা সিং, উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন আনুশকা। ভারতীয় বাংলা সিনেমায়ও কাজ করেছেন। বাংলা ভাষার ‘লোফার’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ফেসবুকে ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা প্রসেনজিতের সঙ্গে তোলা ছবিও রয়েছে। গ্রেপ্তারকৃত আনুশকা মনি মোহন দাসের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, পরিচয় হিসেবে তিনি লিখেছেন, মডেল-অভিনেত্রী, বলিউড ড্যান্স পারফরমার,...