ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স শেষ বলের রোমাঞ্চ ছড়িয়ে জয় তুলে নিয়েছে। শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রানের সমীকরণ মিলিয়ে ৪ উইকেটে জিতেছে অ্যান্টিগা। দলের জয়ের দিনে মলিন ছিল সাকিব আল হাসানের পারফরম্যান্স। বল হাতে খরুচে প্রদর্শনীর পর ব্যাটিংয়েও তেমন ভালো করতে পারলেন না তিনি। বার্বাডোজের মাঠ কিংসটন ওভালে শনিবার টসে হেরে আগে ফিল্ডিং নেয় সাকিবদের অ্যান্টিগা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় বার্বাডোজ রয়্যালস। ১৮৮ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে অ্যান্টিগা। তাতে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লেঅফ একরকম নিশ্চিতই করে ফেলল তারা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। তিনটি ওয়াইডসহ প্রথম বলেই ৫ রান দেন শেরফান রাদারফোর্ড। তবে দারুণভাবে ঘুরে...