আরও একটা পরাজয় সঙ্গী হলো নোভাক জোকোভিচের। কার্লোস আলকারাজের কাছে ইউএস ওপেনের সেমিফাইনালে পাত্তাই পেলেন না ৩৮ বছর বয়সী জোকোভিচ। শুক্রবার রাতে পুরুষ এককের প্রথম সেমিফাইনালে ২৪টি গ্র্যান্ড স্লামের মালিককে প্রায় আড়াই ঘণ্টার লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান ২২ বছর বয়সী আলকারাজ। এই হারে জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।জোকোভিচের পথচলা থমকে গেলেও জমজমাট এক ফাইনালের মঞ্চ এখন প্রস্তুত ইউএস ওপেনে। আরেক সেমিফাইনালে জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনার। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন এখন আসরের শীর্ষ দুই বাছাই ও সময়ের সেরা দুই তারকা সিনার ও আলকারাজ।আর্থার অ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথম দুই সেটে কিছুটা লড়াই করেছিলেন জোকোভিচ। তবে তৃতীয় সেটে ক্লান্ত জোকোভিচ আর লড়াই করতে পারেননি। টানা দুটি...