নিজস্ব প্রতিবেদক : ভারতের রাজনীতি ফের উত্তাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পুরো বিজেপিকে আক্রমণ করে বলেছেন,‘মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর।’ এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এর ফলে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত আরও তীব্রতর হয়েছে। সংঘাতের সূত্রপাত কেন্দ্রীয় সরকারের নতুন অভিবাসন আইন ঘিরে। ১ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি জারি করে, তাতে বলা হয়—আফগানিস্তান, পাকিস্তান এবং একটি অপ্রকাশিত প্রতিবেশী দেশের সংখ্যালঘুরা, যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে এসেছেন, তারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতেই থাকতে পারবেন। বিজেপি দাবি করছে, এটি মানবিক কারণেই নেওয়া সিদ্ধান্ত। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপকে ভোট-রাজনীতির ‘চাল’ হিসেবে বর্ণনা করেছেন। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন:“এই আইন কি সংসদে আলোচনা হয়েছে? স্থায়ী কমিটি বা...