গ্যালারি ছিল তারা ঝলমলে। বিভিন্ন আঙিনার তারকাদের মেলা বসেছিল যেন। তবে উজ্জ্বলতম দুই তারকা তো ছিল কোর্টে। তাদের দেখতেই তো অন্য তারকাদের এত ভীড়! সেই তারকারাজিতে শেষ পর্যন্ত ধ্রুবতারা হয়ে উঠলেন কার্লোস আলকারাস। তুমুল আগ্রহের কেন্দ্রে থাকা লড়াইয়ে সরাসরি সেটে জিতে গেলেন স্প্যানিশ তরুণ। কিংবদন্তি নোভাক জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন আরেকবার চুরমার হলো তারুণ্যের দাপটে। জোকোভিচের পথচলা থমকে গেলেও জমজমাট এক ফাইনালের মঞ্চ এখন প্রস্তুত ইউএস ওপেনে। আরেক সেমি-ফাইনালে জিতেছেন বিশ্বের এক নম্বর তারকা ইয়ানিক সিনার। এ বছর সবকটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রাখলেন এই ইতালিয়ান। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন এখন আসরের শীর্ষ দুই বাছাই ও সময়ের সেরা দুই তারকা সিনার ও আলকারাস। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে জোকোভিচকে ৬-৪, ৭-৬ (৪), ৬-২ গেমে হারান...