ইউএস ওপেনের সেমিফাইনালে কী করতে হবে সেটি জানতেন নোভাক জোকোভিচ। ফাইনালে ওঠার পথে ২২ বছর বয়সী কার্লোস আলকারাসকে পেয়েছিলেন সার্বিয়ান কিংবদন্তিকে। কোয়ার্টার ফাইনাল জয়ের পর জোকোভিচ জানিয়েছিলেন, আলকারাসকে হারিয়ে ফাইনালে উঠতে গেলে শারীরিকভাবে নিজেকে চাঙা করে তুলতে হবে। পাশাপাশি নিজের সেরা টেনিসটাও খেলতে হবে। শেষ পর্যন্ত শরীরটাই বেঁকে বসল ছেলেদের এককে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিজেকে উজাড় করে দিয়েছিলেন ৩৮বছর বয়সী জোকোভিচ। বয়সে ১৬ বছরের ছোট আলকারাসের সঙ্গে প্রথম দুই সেটে লড়াই করেছেন বটে। কিন্তু শেষে শরীর সায় দেয়নি আর। আলকারাসের সঙ্গেও পেরে ওঠেননি জোকোভিচ। ম্যাচটা হেরেছেন ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে। এতে ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের অপেক্ষা আরও বাড়ল জোকোভিচের। অন্যদিকে ২০২২ সালের পর আবারও ইউএস ওপেনের ফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা আলকারাস। পরের সেমিফাইনালে ইয়ানিক...