আমরা এমন এক সমাজে বাস করি যেখানে প্রায়ই "বস" বা "কর্তা" শব্দটি নেতৃত্বের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবে বস আর নেতা—এই দুইয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। একজন বস শুধু নির্দেশ দেন, ক্ষমতার জোরে কাজ করিয়ে নেন। আর একজন নেতা মানুষকে অনুপ্রাণিত করেন, পথ দেখান, তাদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। আজকের বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের মতো দ্রুত পরিবর্তনশীল সমাজে, আমাদের দরকার আর কোনো কর্তৃত্ববাদী বস নয়—আমাদের দরকার প্রকৃত নেতাদের। আমেরিকার বিখ্যাত নেতৃত্ব বিশেষজ্ঞ জন সি. ম্যাক্সওয়েল নেতৃত্বের ৫টি স্তরকে ব্যাখ্যা করে দেখিয়েছেন কীভাবে একজন মানুষ ধাপে ধাপে একজন বস থেকে প্রকৃত নেতা হয়ে উঠতে পারেন। তাঁর এই ফ্রেমওয়ার্ক আমাদের সমাজ ও কর্মক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে। ম্যাক্সওয়েলের মতে নেতৃত্বের প্রথম ধাপ হলো "পজিশন"। এখানে মানুষ নেতৃত্ব দেয় কেবল পদমর্যাদার...