নিজস্ব প্রতিবেদক : বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে, যাকে "মানুষখেকো" এবং "দানব" হিসাবে উল্লেখ করা হয়েছে। ভিডিওর বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসান ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকাকালীন নিজের দল নিয়ে ১ হাজার ৩০ জনকে অপহরণ ও হত্যা করেছেন। এসব হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও বীভৎস উপায়ে করা হয়েছে বলে দাবি করা হয়। অপহৃত ব্যক্তিদের হাত, পা ও চোখ বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যাওয়া হতো এবং নৌকায় করে নিয়ে গিয়ে মাথায় গুলি করা হতো। নিহত ব্যক্তির মস্তিষ্ক ও রক্তের গরম ছিটায় খুনি দারুণ তৃপ্তি পেতেন। এ ছাড়া, অপহৃতদের মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ, ক্যান্টনমেন্ট ব্রিজ বা কাঁচপুর ব্রিজে নিয়ে গুলি করে লাশ শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হতো। কখনো মাইক্রোবাসেই ইনজেকশন...