অর্ধযুগ বাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) যে নির্বাচন হতে যাচ্ছে, সেই সংসদের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেকেরই। প্রায় ৪০ হাজার ভোটারের সরাসরি ভোটে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদও নির্বাচিত হতে যাচ্ছে। মঙ্গলবারের এ ভোটে ২৩৪ জন (প্রতিটিতে ১৩ জন) নেতা পাচ্ছে ১৮টি হল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রের ‘কার্যাবলি’ ধারায় নয়টি কাজকে তালিকাভুক্ত করা হয়েছে- >> ছাত্র সংসদ সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ এবং সুরক্ষার প্রচেষ্টা চালাবে; >> সংসদ সদস্যদের ব্যবহারের জন্য কমনরুম তত্ত্বাবধান করবে এবং ইনডোর গেমস, দৈনিক পত্রিকা ও সাময়িকী সরবরাহ করবে; >> বছরে অন্তত একটি জার্নাল প্রকাশ করবে এবং নির্বাহী কমিটির সিদ্ধান্ত ও সভাপতির অনুমোদন সাপেক্ষে অন্যান্য বুলেটিন, ম্যাগাজিন বা পত্রিকা প্রকাশ করবে; >> সময়ে সময়ে বিতর্ক ও অন্যান্য...