ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। রিজান হোসেনের সেঞ্চুরি ও কালাম সিদ্দিকীর হাফ–সেঞ্চুরির পর বল হাতে আলো ছড়িয়েছেন রাতুল ও স্বাধীন ইসলাম। তাদের নৈপুণ্যে ইংল্যান্ডকে ঘরের মাঠে ৮৭ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশের যুবারা। এদিন লাফবোরোর হেসলেগ্রেভ গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে মাঝের জুটিতে কালাম সিদ্দিকী (৬৮) ও রিজান হোসেন ভরসা জোগান। দুজনের ১৪৮ রানের পার্টনারশিপে দল ঘুরে দাঁড়ায়। রিজান ১০১ বলে দুর্দান্ত সেঞ্চুরি (১০০) করে ইনিংসকে তিনশর কাছাকাছি নিয়ে যান। শাহরিয়ার আল আমিনের ২৫ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ২৯২ রানে। জবাবে ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল। ফাহাদের বলে ওপেনার ডউকিন্স আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ওপেনার...