হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে জ্বালানি সরবরাহে ঢাকা-নারায়ণগঞ্জ জেট ফুয়েলের পাইপ লাইন নির্মাণ প্রকল্প আবারও চালু করার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিগত সরকার ২২৮ কোটি টাকার এই প্রকল্পটি হাতে নিয়েছিল। তবে ৩৩৯ কোটি টাকা খরচ করেও প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকার ফের প্রকল্পটির জন্য ৪২০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নিচ্ছে। এবার এই প্রকল্পের কাজ শেষ হলে ২২৮ কোটি টাকা প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৭৫৯ কোটিতে। জ্বালানি বিভাগ সূ্ত্র জানায়, প্রাথমিকভাবে পাইপ লাইন নির্মাণের বাকি কাজ শেষ করতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪২০ কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর নিজস্ব অর্থায়নে বাকি কাজ শেষ হবে। বলা হচ্ছে, এটি হবে প্রকল্পের ফেইজ-২। দরপত্র ছাড়াই গত সরকারের সময় রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানকে কাজ দেয় আওয়ামী লীগ সরকার। কিন্তু এই কাজটি শেষ...