এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের আগে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। যার প্রথমটি আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। আবহাওয়ার মতো পরফরম্যান্সেও কাছাকাছি বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, আমার মনে হয় দুটো দলই সমপর্যায়ের। নিজেদের যাচাই করার জন্য এটি দারুণ চ্যালেঞ্জ দুদেশের জন্য। ম্যাচ দুটি নিয়ে আমরা ইতিবাচক ও রোমাঞ্চিত।’ কাঠমান্ডুতে আসার আগে ১২ দিনের অনুশীলন এবং পুলিশ ও ফর্টিসের বিপক্ষে দুটি করে প্রীতি ম্যাচ সম্বল লাল-সবুজদের। নেপাল নিজেদের মাঠে খেলবে তাই কঠিন মনে হচ্ছে কোচের, ‘বাংলাদেশের জন্য এখানে খেলা সবসময় কঠিন। আমার একমাত্র অভিজ্ঞতা, ২০২২ সালের সেপ্টেম্বরে, আমরা হাফটাইমে ৩-০ গোলে পিছিয়ে ছিলাম। এবারও শক্ত লড়াই আশা করছি। তবে বিশ্বাস করি, এবার আমরা আরও ভালো করব।...