গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশত্যাগের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ দেশ থেকে পালিয়েছেন, কেউ বা গাঢাকা দিয়েছেন। এর মধ্যে কেটে গেছে কয়েক মাস। দলীয় কর্মসূচি নিয়ে রাজনৈতিক মাঠে ছিলেন না দলটির কোনো নেতাকর্মী। গত কয়েক মাস ধরে মাঝেমধ্যে হাতে গোনা কয়েকজন নেতাকর্মী রাজধানী ঢাকার বিভিন্ন গলিতে ঝটিকা মিছিল করে মুহূর্তেই উধাও হয়ে যান। যদিও পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের কাউকে কাউকে আটক করেছে। এ ছাড়া রাজধানীসহ সারা দেশে বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আটক-গ্রেপ্তারের মধ্যেই দিন যত যাচ্ছে, ততই মাথাচাড়া দিয়ে উঠছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে দলটির শক্তির উৎস্য নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেছেন, এত আটক-গ্রেপ্তার সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল দমানো যাচ্ছে না, কমানো...