লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুতু নিক্ষেপ করে তীব্র সমালোচনার মুখে পড়েন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তাতেও অবশ্য রক্ষা পাননি এই তারকা। উরুগুইয়ান ফরোয়ার্ডকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি। এর আগেও বিতর্কিত কর্মকান্ডে লিভারপুল, আয়াক্স ও উরুগুয়েতেও নিষেধাজ্ঞায় পড়েছিল। থুতু নিক্ষেপের ঘটনায় শুধু সুয়ারেজই নন সার্জিও বুসকেটসকে দুই ম্যাচ, টমাস এভিলেসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় লিগস কাপ আয়োজক কমিটি। এছাড়া মিয়ামির প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে দেয়া হয় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা। উরুগুয়ের তারকা সুয়ারেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এটা ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত...