নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছয়জনকে নিয়ে অনুষ্ঠিত হলো এক আকর্ষণীয় বিতর্ক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায়, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে। আবু বাকের মজুমদার – বাম গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) খায়রুল আহসান মারজান – ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল প্রথমে প্রার্থীরা নির্বাচিত হলে তাদের পরিকল্পনার কথা বলেন। এরপর নির্ধারিত দুইটি প্রশ্নের উত্তর দেন। তৃতীয় ধাপে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং সবশেষে উপসংহারে নিজেদের অবস্থান তুলে ধরেন। শেখ তানভীর বারী হামিম বলেন, কম্পিউটার লিটারেসি বৃদ্ধি, পাঠদান পদ্ধতি আধুনিকায়ন এবং আবাসন সংকট সমাধানে কাজ করবেন। এস এম ফরহাদ প্রতিশ্রুতি দেন, অ্যালামনাইদের সঙ্গে নেটওয়ার্কিং গড়ে তুলে শিক্ষার্থীদের সহযোগিতা করবেন...