কড়া শাস্তি পেলেন ইন্টার মায়ামির উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে লিগস কাপের ফাইনালে ৩-০ গোলে হারের পর মাঠে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে থুতু ছোড়ার ঘটনায় আগামী মৌসুমের লিগস কাপ থেকে তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আয়োজক কর্তৃপক্ষ। সুয়ারেজের এই নিষেধাজ্ঞা আপাতত কেবল লিগস কাপেই কার্যকর হবে। মেজর লিগ সকারে (এমএলএস) তার খেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বাড়তি শাস্তি দেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমে ইন্টার মায়ামি ছয়টি ম্যাচ খেলেই ফাইনালে উঠেছিল, ফলে সুয়ারেজের নিষেধাজ্ঞা কার্যত আগামী আসরের পুরোটা জুড়েই প্রভাব ফেলতে পারে। শুধু সুয়ারেজ নন, ফাইনালের পরের সংঘর্ষে জড়ানোর কারণে আরও কয়েকজনকেও শাস্তি দেওয়া হয়েছে। সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ, ইন্টার মায়ামির তরুণ ডিফেন্ডার টমাস আভিলেসকে তিন ম্যাচ এবং অভিজ্ঞ মিডফিল্ডার...