শিরোনামের প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু দেখে নেওয়া যাক, বিছানার চাদর ধোয়ার সাধারণ চিত্রটি কেমন? ২০২২ সালে যুক্তরাজ্যে এ বিষয়ে আড়াই হাজার মানুষকে নিয়ে একটি জরিপ পরিচালিত হয়। তাতে দেখা যায়, প্রায় অর্ধেক মানুষ প্রতি চার মাসে একবার বিছানার চাদর পরিষ্কার করেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই অর্ধেকের অধিকাংশই পুরুষ। স্বাভাবিকভাবেই নারীদের অবস্থা কিছুটা ভালো। ৬২ শতাংশ নারী প্রতি মাসে অন্তত একবার চাদর পরিষ্কার করেন। তবে জরিপের সবচেয়ে উদ্বেগজনক তথ্যটা হচ্ছে, ১২ শতাংশ মানুষ শেষ কবে বিছানার চাদর ধুয়েছেন তা মনেই করতে পারেন না। চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাট্রেস ও নিদ্রাপণ্যের ব্র্যান্ড ‘আমেরিস্লিপ’ পরিচালিত একটি সমীক্ষার ফল প্রকাশ করে ‘বেস্টলাইফ’ পোর্টাল। ফলাফল অনুযায়ী, প্রতি চারজন আমেরিকানের একজন অপরিচ্ছন্ন বিছানায় ঘুমান। প্রতি দুই সপ্তাহে একবার বিছানার চাদর পরিষ্কার করেন ৩৭ শতাংশ আমেরিকান।...