আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা কাটছে না। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে পরিস্থিতি নাজুক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা। সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে সরকারকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কাটছে না অনিশ্চয়তা। খোদ প্রধান উপদেষ্টার এ অভিযোগের কথা জানান প্রেস সচিব সফিকুল আলম। বিগত নির্বাচনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এবার তারা কতটা সহায়ক হবে এ নিয়েও রয়েছে সংশয়। সম্প্রতি গণঅধিকার নেতা নুরুল হক নূরের ওপর হামলা নির্বাচনে অস্থিরতার পূর্বাভাস বলেই মনে করছেন অনেকে। নিরাপত্তা বিশ্লেষক নাঈম আসফাক চৌধুরীর মতে, নির্বাচনের আগে বাড়াতে হবে গোয়েন্দা তৎপরতা। সম্ভাব্য হুমকির বিষয়গুলো বিবেচনায় রেখে নিতে হবে প্রস্তুতি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক...