ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী ঘিরে গান ও সিনেমায় স্মরণ করা হয়েছে অভিনেতাকে। শনিবার এই অভিনেতার ২৯তম মৃত্যুবার্ষিকী। এদিন বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠানের। যেখানে রয়েছে সালমান শাহ অভিনীত গান আর সিনেমা। বিজ্ঞপ্তিতে বৈশাখী টিভি জানিয়েছে, ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গাইবেন কণ্ঠশিল্পী আগুন। এরপর প্রচার হবে সালমান শাহ অভিনীত দুইটি সিনেমা। সকালে প্রচার হবে সিনেমা ‘অন্তরে অন্তরে’। শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধেছেন মৌসুমী। সিনেমায় আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজিব,নাসির খান, শওকত আকবর,ফকরুল হাসান বৈরাগীসহ অনেকে। সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পায়। দুপুর আড়াইটায় দেখা যাবে ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমা। ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ, শাহনাজ, শাবনূর,শাবানা, আলমগীর, মিশা সওদাগরসহ অনেকে। ১৯৯৬ সালে...