নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার কাছ থেকে তেল কেনা এবং যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করার ঘটনায় ভারত আপাতত কঠোর অবস্থান নিলেও, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই দেশটি আবার আলোচনার টেবিলে ফিরে আসবে এবং যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে—এমনই দাবি করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে, মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন,"আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনায় বসবে এবং বলবে—আমরা ক্ষমা চাই। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবে।" তিনি ভারতকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। লুটনিক আরও বলেন,“ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক না কেন, তাদের বুঝতে হবে—শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার (যুক্তরাষ্ট্র) স্বার্থেই সিদ্ধান্ত নিতে হবে।” এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম...