০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উদ্ভাবনী দল Team Crack Platoon জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা অংশ নিতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা Formula SAE Japan 2025-এ। আগামী ৮–১৩ সেপ্টেম্বর জাপানের Aichi Sky Expo-তে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক আয়োজন, যেখানে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবে রুয়েটের এই দল। দলটি এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তাদের নতুন প্রকল্প “CP – Astrion” নিয়ে। উন্নত ব্যাটারি প্রযুক্তি, lightweight composite body এবং aerodynamic wings সমন্বিত এই গাড়িটি ইতোমধ্যেই আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশ্বখ্যাত প্রতিষ্ঠান Tesla সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে। টিম ক্র্যাক প্লাটুন এর আগে ২০১৬ সালে Quad Bike Design Challenge, ২০১৭ ও ২০১৯ সালে Formula SAE Japan,...