নিজস্ব প্রতিবেদক : ইন্টার মায়ামি দলের মূল তারকাদের মধ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং স্পেনের সার্জিও বুস্কেটস। এই তিন তারকার কাঁধেই অনেকটা ভর করে মিয়ামির পারফরম্যান্স। তবে ক্লাবটির জন্য বড় দুঃসংবাদ হলো, শৃঙ্খলাভঙ্গের কারণে বড় শাস্তির মুখে পড়েছেন সুয়ারেজ এবং বুস্কেটস। ঘটনাটি ঘটে গত ৩১ আগস্ট, লিগস কাপের ফাইনাল ম্যাচে, যেখানে ইন্টার মায়ামি হেরে যায় সিয়াটল সাউন্ডার্সের কাছে। ম্যাচ শেষে উত্তেজনার একপর্যায়ে প্রতিপক্ষ দলের এক স্টাফকে লক্ষ্য করে থুতু ছুড়ে মারেন সুয়ারেজ। এমন আচরণের জন্য তাকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা চলতি আসরে প্রযোজ্য নয়, কারণ এই মৌসুমে লিগস কাপে মায়ামির আর কোনো ম্যাচ নেই। ফলে সুয়ারেজের নিষেধাজ্ঞা পরবর্তী লিগস কাপ আসরে কার্যকর হবে। সেক্ষেত্রে ৩টি ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩টি নকআউট...