ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামী ট্রান্সফার কার? উত্তরটা সহজ—২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে কিনতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একই মৌসুমে মোনাকো থেকে কিলিয়ান এমবাপ্পেকে ১৮০ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভেড়ায় ফরাসি জায়ান্টরা। এরপর আর কেউ ১৫০ মিলিয়ন ইউরোর কাছাকাছি পৌঁছাতে পারেনি। কিন্তু আসল প্রশ্ন হলো—এই অঙ্কের প্রকৃত মূল্য কতটা? ২০১৫ সালের ১০০ মিলিয়ন ইউরো আর ২০২৫ সালের ৫০ মিলিয়ন ইউরোর শক্তি এক নয়। আবার পিএসজির মতো বিত্তশালী ক্লাবের ব্যয় আর রিয়াল বেতিস বা মার্সেইর ব্যয়ের ওজনও এক নয়। তাই ক্লাবের বার্ষিক আয়ের তুলনায় ট্রান্সফার খরচ হিসাব করলেই বের হয় ভিন্ন চিত্র। নেইমারের ট্রান্সফার ফি পিএসজির ২০১৭-১৮ মৌসুমের আয়ের প্রায় ৪০ শতাংশ। সাধারণত বড় ক্লাবগুলো সবচেয়ে দামি সাইনিংয়ে খরচ করে রাজস্বের ১৫ থেকে ২০ শতাংশ। নেইমারের ক্ষেত্রে...