সূচনা ও সমাপ্তিকে এক বিন্দুতে মিলিয়ে মনুমেন্টাল হয়ে ওঠে মহানক্ষত্রের বিদায়মঞ্চ তিন ছেলেকে সঙ্গে নিয়ে মাঠে নামলেন তিনি। ছেলেরা বাবার গালে ‘বেসো’ এঁকে দিল। আর্জেন্টাইন ভাষায় চুমুকে বলে ‘বেসো’। ভরা গ্যালারির দিকে তাকালেন। দুচোখ ভিজে গেল। যিনি সূচনা বানিয়েছেন তিনি সমাপ্তি বানালেন কেন। অদ্ভুত না! ২০ বছর আগে বুয়েনস এইরেসের এই মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার নীল-সাদা স্ট্রাইপের জার্সি গায়ে প্রথম খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। সেবারও প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। এবারও ৩০ মিলিয়ন জনঅধ্যুষিত সেই দেশ। গ্যালারিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন সন্তান এবং বাবা জর্জকে বসিয়ে মেসি করলেন জোড়া গোল (৩৯ ও ৮০ মিনিটে)। তিনটিও হতে পারত। তার শেষ গোলটা যদি অফসাইডের ফাঁদে খারিজ না হয়ে যেত। অপর গোল লাউতারো মার্তিনেজের, শুয়ে দুর্দান্ত হেডে। আর্জেন্টিনার ৩-০ গোলের জয় এখানে গৌণ। মুখ্য এক রাজপুত্রের...