ম্যাচের সেটি শেষ ডেলিভারি, কিন্তু মাত্রই ক্রিজে যাওয়া শামার স্প্রিঙ্গারের সেটিই প্রথম বল। জয়ের জন্য প্রয়োজন দুই রান। আগের বলেই দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে ফিরেছেন অধিনায়ক ইমাদ ওয়াসিম। তবে এবার তেমন কিছু হলো না। শেরফেইন রাদারফোর্ডের শর্ট অব লেংথ বল ওয়াইড মিড উইকেটে উড়িয়ে অনায়াসেই দুটি রান পেলেন স্প্রিঙ্গার। স্কিল আর নার্ভের পরীক্ষায় জিতে দলকে এনে দিলেন তিনি রোমাঞ্চকর জয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শেষ বলের ফয়সালায় বারবাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারাল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্লেঅফ একরকম নিশ্চিতই করে ফেলল তারা। বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের এই দলটির পরিচয় আপাতত সাকিব আল হাসানের দল। এই দলকে ঘিরে আগ্রহের মূল কারণও সেটিই। সাবেক দলের বিপক্ষে বর্তমান দলের দারুণ জয়ের ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন ৩৮...