গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাইকেল দুর্ঘটনায় পড়ে কলারবোন (গলা ও বুকের সংগমস্থলের সামনে দুইপাশের দুই অস্থি, যা বাহুর সঙ্গে সংযুক্ত থাকে) ভেঙে গেছে এনরিকের। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ যে, এখন তাকে যেতে হচ্ছে অপারেশন থিয়েটারে, করাতে হবে অস্ত্রোপচার। পিএসজি শুক্রবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছে। সমর্থকদের আশ্বস্ত করে পিএসজি জানিয়েছে, তারা কোচের আরোগ্যের সময় পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকবে। ৫৫ বছর বয়সী এই ম্যানেজারকে দুর্ঘটনার পরপরই জরুরি সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, তিনি ক্ল্যাভিকল ফ্র্যাকচার বা কলারবোন ভাঙার শিকার হয়েছেন। যা সাধারণত কাঁধের ওপর চোপ পড়লে বা হাত বাড়িয়ে ভর করার চেষ্টা করলে হয়ে থাকে। দুর্ঘটনায় এনরিকের হাড় সরে গেছে। যে কারণেই মূলত অস্ত্রোপচার প্রয়োজন। পিএসজির অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে লেখা হয়, ‘শুক্রবার সাইকেল দুর্ঘটনার পর প্যারিস সেইন্ট...