ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টানা ২৪ মিনিটের অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) পেলো ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি সত্যি ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। এতে পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের হৃদয়বিদারক আর্তি ও জীবনের শেষ মুহূর্তের গল্প দেখে আবেগাপ্লুত দর্শকরা। ২০২৪ সালের ২৯ জানুয়ারি গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা চলাকালে একটি গাড়ির ভেতর আটকা পড়ে মেয়েটি। সেদিন গাজা থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে পড়ে তার সঙ্গে প্রাণ হারায় খালা, খালু, তিন কাজিন ও দুই জন চিকিৎসাকর্মী। ইতালির লিদো দ্বীপে পালাৎসো দেল সিনেমা ভবনে গত ৩ সেপ্টেম্বর ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে দর্শকরা টানা ২৪ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান। উৎসবের পরবর্তী প্রদর্শনীর সময় হয়ে যাওয়ায় আয়োজকরা দর্শকদের মিলনায়তন ছাড়ার অনুরোধ...