বিশ্বকাপ বাছাইপর্বে ‘এল’ গ্রুপে নিজেদের শতভাগ জয়রথ অক্ষুণ্ন রাখল ক্রোয়েশিয়া। শুক্রবার রাতে ফারো দ্বীপপুঞ্জের মাঠে অ্যান্ড্রেজ ক্রামারিচের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছে তারা। ম্যাচের ৩১ মিনিটে গোলটি এনে দেন এই ফরোয়ার্ড। এই জয়ের পর তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। শীর্ষে আছে চেক প্রজাতন্ত্র। যারা ১২ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলেও খেলেছে দুই ম্যাচ বেশি।আরো পড়ুন:দারুণ গোলে অঁরির রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয়ইতালির গোলবন্যায় বিধ্বস্ত এস্তোনিয়া দারুণ গোলে অঁরির রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয় ম্যাচের মাত্র ৫ মিনিটেই অঘটনের ইঙ্গিত দেয় স্বাগতিকরা। হানুস সোরেনসেন একক প্রচেষ্টায় গিয়ে শট নেন। তবে গোলরক্ষক লিভাকোভিচ অসাধারণ সেভ করেন। আর পাসালিচ গোললাইন থেকে বল সরিয়ে দেন। ধীরে ধীরে ম্যাচে ছন্দ খুঁজে পায় ক্রোয়েশিয়া। ১২ মিনিটে কর্নার থেকে ফ্রুকের...