ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স শেষ বলের রোমাঞ্চ ছড়িয়ে জয় তুলে নিয়েছে। তবে দলের জয়ের এই দিনটা একেবারেই ভালো কাটেনি সাকিব আল হাসানের। বিশ্বের এক সময়ের সেরা অলরাউন্ডার হয়েও এ ম্যাচে তিনি ব্যাট–বল দুই বিভাগেই ছিলেন ব্যর্থ। প্রথমে বোলিংয়ে নামেন সাকিব। নবম ওভারে বল হাতে আসার পর দ্বিতীয় বলেই চার হজম করেন তিনি। এরপর ব্র্যান্ডন কিং আরও চড়াও হন। সেই ওভারে ১২ রান দেন সাকিব। পরের ওভারগুলোতেও তার বোলিংয়ে ছিল না আগের মতো ধার। একসময় তাকে মিতব্যয়ী মনে হলেও উইকেটশূন্য স্পেল শেষ করতে হয়। কিংয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে সাকিবের বল ছিল অসহায়। পুরো ম্যাচে তিনি কোনো প্রভাবই রাখতে পারেননি। ৩ ওভার বল করে তিনি রান দিয়েছেন ৩৩। পরিস্থিতি দেখে তাকে আর কোটার ৪ ওভারও শেষ করাননি অধিনায়ক ইমাদ...