রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে আবারও ভাঙচুর ও আগুনের ঘটনায় গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। একই সঙ্গে তিনি ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নয়তো দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব দাবি জানান তিনি। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যারা দোষী ব্যক্তি, তাদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে আমরা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি গণঅধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’ হামলার ঘটনার জন্য দায়ী করছেন কাকে, কারা হামলা চালিয়েছে? এই প্রশ্নের জবাবে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা দেখতে পেয়েছি গণঅধিকার...