ইন্টার মিয়ামি দলটিতে যে কজন বড় তারকা রয়েছেন তাদের মধ্যে বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ও স্পেনের সার্জিও বুস্কেটস অন্যতম। তাদের ওপরই অনেকাংশে নির্ভর করে দলটির পারফরম্যান্স। ক্লাবটির জন্য বড় দুঃসংবাদ এই, বড় শাস্তির মুখে পড়েছেন সুয়ারেজ ও বুস্কেটস।প্রতিপক্ষের ফুটলারের সঙ্গে বাজে আচরণের একাধিক নজর রয়েছে উরুগুইয়ান তারকা সুয়ারেজের। এবার তিনি ফুটবলার ছেড়ে চড়াও হন প্রতিপক্ষের এক স্টাফের দিকে। গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ইন্টার মায়ামির হারের পর প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুতু মেরে বসেন সুয়ারেজ। থুতু কাণ্ডে লিগস কাপে সুয়ারেজকে ৬ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।চলতি মৌসুমের লিগস কাপের আর কোনো ম্যাচ না থাকায় সুয়ারেজের ৬ ম্যাচের নিষেধাজ্ঞা লিগস কাপের পরবর্তী আসরে কার্যকর হবে। এর মধ্যে ৩ ম্যাচ গ্রুপপর্বে এবং বাকি ৩ ম্যাচ...