জুলাই আন্দোলনে শহীদ মিনারে দ্রোহযাত্রা থেকে শুরু করে ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের সমাবেশ কিংবা ফেসবুক—জুলাই গণ-অভ্যুত্থানের সময় সব জায়গাতেই সক্রিয় ছিলেন নির্মাতা আশফাক নিপুন। নতুন সরকারকেও সমালোচনা করতে ছাড় দিচ্ছেন না এই নির্মাতা। আশফাক নিপুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘‘কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত। হে সরকার, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’’আরো পড়ুন:জর্জিও আরমানি মারা গেছেনগত ১১ বছর নিয়ে যা লিখলেন শাকিব খান উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দেহবাশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী...