শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের অসাধারণ এক গোল ফ্রান্সকে এনে দিল স্বস্তির জয়। শুক্রবার দিবাগত রাতে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে ইউক্রেনকে ২–০ গোলে হারিয়েছে লেস ব্লুজরা। ৮৩ মিনিটে এমবাপ্পের একক নৈপুণ্যের দারুণ গোল ম্যাচ থেকে ইউক্রেনকে ছিটকে দেয়। সেই গোলের সুবাদেই তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি থিয়েরি অঁরির গোলের রেকর্ড। ফ্রান্সের হয়ে যৌথভাবে হয়ে গেলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (৫১ গোল)। তার চেয়ে এগিয়ে আছেন কেবল অলিভিয়ে জিরু (৫৭ গোল)। বিশেষ ব্যাপার হলো, এমবাপ্পে অঁরির গোলসংখ্যা ছুঁয়েছেন ৩২ ম্যাচ কম খেলেই।আরো পড়ুন:ফ্রান্স দলে নতুন মুখ আকিউস, সুযোগ মেলেনি একিতিকেরইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে প্রস্তুত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে প্রস্তুত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি গোলের পর তিনি রসিকতা করে বলেন, “ভালোবাসা রইল, টিটি। তবে এখন তোমাকে ছাড়িয়ে যাওয়াই আমার লক্ষ্য। অবশ্যই এটা গর্বের।” ফ্রান্সের...