ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ছয়জন প্রার্থীকে নিয়ে একটি আকর্ষণীয় বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে অংশগ্রহণ করা জিএস প্রার্থীরা হচ্ছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিম, শিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেলের আবু বাকের মজুমদার, উমামা ফাতেমার প্যানেলের আল সাদী ভূঁইয়া, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেলের খায়রুল আহসান মারজান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আশিকুর রহমান। চারটি ধাপে এই বিতর্ক পরিচালিত হয়। প্রথমে প্রার্থীরা নির্বাচিত হলে কী কী কাজ করবেন তা নিয়ে আলোচনা করেন, এরপর দুটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেন, তৃতীয় পর্বে শিক্ষার্থীদের সঙ্গে...