আগামী ৪ অক্টোবর হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এ নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিসিবি বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে বিসিবি নির্বাচন করবেন তামিম ইকবাল ও বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদও। এরই মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন বুলবুল। এ কারণে নিরাপত্তা ও সরকারি বন্দুকধারী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যেখানে আসন্ন বিসিবি নির্বাচন সামনে রেখে সভাপতি বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। যদিও চিঠিতে হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করেনি বিসিবি। ওই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাকে বোর্ডের কার্যক্রম...