২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী সূচনা করল ফ্রান্স। শনিবার পোল্যান্ডের ভ্রোৎস্লাভ শহরের স্টাডিওন মিয়েস্কিতে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশঁর শিষ্যরা। ম্যাচে গোল করে ইতিহাস গড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮৩ মিনিটে এমবাপ্পের দুর্দান্ত একক প্রচেষ্টা ফরাসিদের জয় নিশ্চিত করে। এটা ছিল ফ্রান্সের জার্সিতে তার ৫১তম গোল, যার মাধ্যমে তিনি ছুঁয়ে ফেললেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির রেকর্ড। এমবাপ্পে এই মাইলফলক ছুঁলেন মাত্র ৭২ ম্যাচে, যেখানে অঁরির লাগে ১০৪ ম্যাচ। ফরাসি ইতিহাসে তার ওপরে আছেন কেবল অলিভিয়ের জিরুদ (৫৭ গোল)। ম্যাচ শেষে এমবাপ্পে মজার ছলে বলেন, ‘বিগ আপ, তিতি (অঁরি)। কিন্তু আমি এখন আপনাকে ছাড়িয়ে যেতে চাই। তবে এটা সত্যিই গর্বের।’ একাদশে সাত পরিবর্তন নিয়ে পরিকল্পনা সাজান দেশঁ। নতুনদের সমন্বয়েই আসে প্রথম গোল। পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা বাঁ...