কোলাহলহীন, শান্ত সরু পথ ধরে হাঁটছি। হরেক রকমের ফুলের মাঝে নানা দেশি লোকের সমাগম। ইউরোপিয়ান, আফ্রিকান, চাইনিজ, ইন্ডিয়ান, আরবি আবার বাঙালিও। বাঙালিদের মধ্যে কেউ কেউ বলছে আহ! কি সুন্দর! এ যেন স্বর্গ। নানা জাতির নানা বর্ণের বাচ্চারাও যেন এ ফুলের সমুদ্রে একেকটা ফুল। হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে যাই ছোট্ট ঝর্ণাধারা আর স্বচ্ছ পুকুরের পাশে। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। ছোট্ট পুকুরটার স্বচ্ছ ও স্থির জলে প্রতিফলিত হচ্ছিল ফুলের বর্ণিল ছটা। মনে হচ্ছিল যেন চিত্রকরের তুলি দিয়ে আঁকা কোনো জীবন্ত ক্যানভাস। মন না চাইলেও এগিয়ে যাই। সরু পথের দুধারে এখানে সেখানে আজালিয়া ফুলের গাছ। নুয়ে পড়া ডালে নানান রঙের ফুল। পথে পথে মানুষের হাসি, শিশুদের কৌতূহলী দৌড়ঝাঁপ আর পাখির ডাক মিলেমিশে পুরো পরিবেশটাকে আরও সজীব করে তুলেছিল। বসন্ত যেন একেবারে হৃদয় ভরিয়ে...