সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায়, কিন্তু শুধু গুজব নয়—অপ্রিয় সত্যও ছড়িয়ে পড়ে। চিকিৎসার নামে বাণিজ্য আর স্বাস্থ্যসেবার নামে লুটপাট করে শত শত কোটি টাকার মালিক হওয়ার ঘটনা, কোটি কোটি টাকা দিয়ে বড় পদ কেনা ও রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছানোর লোভ, ডাক্তার ও স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘুষ–দুর্নীতির কেলেঙ্কারি, এমনকি ২০০ কোটি টাকার চেক নেওয়া—এসব কোনো গল্প নয়, নগ্ন বাস্তবতা। এই চক্র এবং আরও অসংখ্য চক্র দেশের আনাচে–কানাচে সক্রিয়। এদের ছাড় দেওয়া মানে দেশকে ছারখার হতে দেওয়া, অথচ বাংলাদেশে এখন সেটাই স্বাভাবিক ব্যাপার। এই অসুস্থ স্বাভাবিক ব্যাপারগুলোকে অস্বাভাবিক উপায়ে হলেও সুস্থ স্বাভাবিকে ফিরিয়ে আনা ছাড়া কোনো পথ নেই। কিন্তু তা কী সম্ভব হবে যদি চাঁদাবাজি আর দুর্নীতিবাজ রাজনীতিবিদদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়? ভাবুন তো, যারা সারাজীবন নিজের দক্ষতায় কোনো প্রকৃত...