২০২৬ বিশ্বকাপ ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৩-০ গোলে হারের পর কোচ লুইসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করেছিল ইতালি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ইতালি এরপর নতুন কোচ হিসেবে নিয়োগ করে জেন্নারো গাত্তুসোকে। গতকাল শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে দলের তৃতীয় ম্যাচ দিয়ে ইতালির ডাগআউটে অভিষেক হয় গাত্তুসোর। তার অধীনে প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করেছে ইতালি। এই ম্যাচে এস্তোনিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ইতালির গেউইস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বয়ে যায়। এই অর্ধেই সবগুলো গোল হয়। ৫৮ মিনিটে মোয়েজে কিন-এর দুর্দান্ত শটে গোলশূন্যতার অবসান ঘটে। এরপর খেলার পুরো নিয়ন্ত্রণ চলে যায় আজ্জুরিদের হাতে। মাতেও রেতেগুই, যিনি গ্রীষ্মে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার আগে আটালান্টার হয়ে খেলেছেন, নিজের পুরোনো মাঠ বেরগামোতে ফিরে জোড়া গোল করেন (৬৯ ও ৮৯...