প্রতিপক্ষ দলের স্টাফের দিকে থুতু নিক্ষেপের অপরাধে ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইন্টার মিয়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। যদিও গত বৃহস্পতিবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন উরুগুয়ে তারকা। কিন্তু শেষ পর্যন্ত ক্ষমা চাওয়ায় কোনো লাভ হলো না, শাস্তিই পেতেই হলো মিয়ামিতে লিওনেল মেসির এই সতীর্থকে। ঘটনাটি ঘটেছে গেল রোববার লিগস কাপের ফাইনালে। ম্যাচে মিয়ামিকে ৩-০ গোলে হারায় প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্স। খেলা শেষে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় সতীর্থদের ধরে রাখার চেষ্টার মাঝেই সুয়ারেজ থুতু ছোড়েন প্রতিপক্ষ স্টাফের দিকে। সংঘর্ষে আরও জড়ান মিয়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটস ও ডিফেন্ডার তোমাস আভিলেস। বুসকেটসকে প্রতিপক্ষ খেলোয়াড় ওবেদ ভার্গাসকে ঘুষি মারতে দেখা যায়, যার ফলে তিনি দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। আভিলেসকে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। সিয়াটলের কোচিং স্টাফের সদস্য স্টিভেন লেনহার্টকেও...