দলের ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি। শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি নিয়েছে দলটি।আর্থিক কিংবা অন্য কোনো সুবিধার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের, দুর্নীতিবাজ-সন্ত্রাসী নেতা-কর্মীদের দলে অন্তর্ভুক্ত; নিজের আধিপত্য বিস্তারে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অযোগ্য, অপদার্থ, সন্ত্রাসীদের দিয়ে কমিটি গঠন; কিংবা যে কোনো উপায়ে পদপদবি/কমিটিবাণিজ্য সাধন অথবা দলের নাম ভাঙিয়ে দখল, চাঁদাবাজি, হুমকিধমকি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অনিয়ম-দুর্নীতি থেকে শুরু করে যে কোনো ধরনের অপকর্মের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। গত বছর ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে তাদের তালিকাও তৈরি করে সাংগঠনিক এবং অনেক ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বহিষ্কারসহ ব্যবস্থা...