মেক্সিকো সিটিতে মুষলধারে বৃষ্টি। এস্তাদিও অলিম্পিকো ইউনিভার্সিতরিওতে এমন আবহাওয়ার মধ্যেই চলছিল খেলা। আতলাসের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে কর্নার পায় পুমাস ইউএনএএম। সুযোগটা কাজে লাগিয়ে গোল করেন অ্যারন রামসি। গোলশূন্য ড্রয়ের পথে থাকা ম্যাচটা ১–০ গোলে জেতে পুমাস। রামসি গোলটা করেছেন গত সোমবার রাতে। আর পরশু বৃহস্পতিবার খবর এসেছে, ইতালির ফ্যাশন আইকন ও বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডআরমানির প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি আর নেই। মিলানে নিজ বাড়িতে ৯১ বছর বয়সে তিনি মারা গেছেন। আর্সেনালের মতো নামীদামি ক্লাবে দীর্ঘ সময় ধরে খেলায় বিশ্ব ফুটবলে রামসি বেশ পরিচিত নাম। ওয়েলসের এই তারকা মিডফিল্ডার আর্সেনালের পর জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন। কিছুদিন হলো নাম লিখিয়েছেন পুমাস ইউএনএএমে। মেক্সিকান ক্লাবটির হয়ে এটিই তাঁর প্রথম গোল। তবে ফুটবলের চেয়েও বেশি মাঠের বাইরের এক অদ্ভুত কারণে রামসির নাম বিশ্বজোড়া...