সালমান শাহের মৃত্যুতে শুধু চলচ্চিত্র জগত নয়, পুরো বাংলাদেশ যেন হারিয়ে ফেলেছিল তার এক প্রিয় মুখ, এক আশার প্রতীক। তার অকাল চলে যাওয়া দেশের চলচ্চিত্রের অগ্রযাত্রায় এক বিরাট শূন্যতা তৈরি করে, যা আজও পূরণ হয়নি।যে কয়জন নায়ক মৃত্যু পরেও এতটা জনপ্রিয় থাকেন, সালমান শাহ তাদেরই একজন। আজও ইউটিউবে তার সিনেমা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, সোশ্যাল মিডিয়ায় তার নামে চলে ট্রেন্ডিং, হাজারো তরুণ এখনো তার স্টাইলকে অনুসরণ করে। তিনি শুধু একজন অভিনেতা নন, এক কালজয়ী সংস্কৃতি-প্রতীক।আজ এই দিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই সালমান শাহকে। তার জীবনের ছোট্ট পরিসর আমাদের চোখে দেখিয়েছে বড় স্বপ্ন, বড় প্রেম, বড় আশা। তিনি নেই, কিন্তু তার কাজ এবং ক্যারিশমা আজও আমাদের মনে জ্বলজ্বলে।সালাম, সালমান শাহ। বাংলা চলচ্চিত্র আপনাকে কখনো ভুলবে না। আপনি ছিলেন, আছেন, থাকবেন কোটি...