বিমানে পাশাপাশি সিটে সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু। হাস্যোজ্জ্বল মুখে এই নির্মাতার কাঁধে মাথা রেখে বসে আছেন সামান্থা। গত মে মাসে সামান্থা তার ইনস্টাগ্রামে বেশ কটি ছবি পোস্ট করেন। তার একটিতে এমন দৃশ্য দেখা যায়; যা পরে অন্তর্জালে ছড়িয়ে পড়ে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফরে যান রাজ-সামান্থা। দেশটির মিশিগান সিটিতে সামান্থার কাঁধে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কিছু দিন আগে দুবাই ট্যুরে যান সামান্থা-রাজ। কয়েক দিন আগে সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, বিভিন্নভাবে সময় উপভোগ করছেন সামান্থা। একটি শটে দেখা যায়, কোনো পুরুষের হাত ধরে আছেন সামান্থা। ওই ব্যক্তির পরেন জিন্স, গায়ে জ্যাকেট। তাছাড়া কখনো রাজের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, কখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন সামান্থা। ফলে এ জুটির প্রেমের...