সহজ-সরল জীবনযাপন যেন তার পরিচয়ের প্রথম দিকচিহ্ন। পায়ে সাদামাটা স্যান্ডেল, গায়ে সাধারণ একটি টি-শার্ট এই পোশাকেই প্রতিদিন তিনি হেঁটে বেড়ান ক্যাম্পাসের এপাশ থেকে ওপাশ। কীর্তনখোলার তীরে ৫০ একরের মনোমুগ্ধকর সবুজ ক্যাম্পাস তার পদচারণায় যেন জীবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শোনেন তাদের কথা। কখনও গাছতলায়, কখনও বেঞ্চে বসে কিংবা চলার পথেই শোনেন ছাত্র-ছাত্রীদের সমস্যা, আশা-আকাঙ্ক্ষা, অভিযোগ আর স্বপ্নের কথা। বলছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের কথা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক। গত ১৩ মে তিনি ববির ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গত বৃহস্পতিবার অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট দূরীকরণের দাবিতে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। তাদের অনশন থেকে ফিরিয়ে আনতে পারেননি এই উপাচার্য। তবে দায়িত্ব এড়িয়ে না...