সৌদি আরবের লোহিত সাগর উপকূলে পাহাড় খোদাই করে তৈরি হয়েছে অভিনব ফাইভ স্টার রিসোর্ট ‘ডেজার্ট রক’। গত বছর উদ্বোধনের পর সংক্ষিপ্ত সংস্কার শেষে এ গ্রীষ্মে আবারও অতিথিদের জন্য খুলে দেওয়া হয়েছে লাক্সারি এ অবকাশ কেন্দ্র।রিসোর্টে প্রবেশ করতে হয় সরু ও বাঁকানো শিলা কেটে তৈরি গলি পেরিয়ে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে আকর্ষণীয় ওয়েলকাম প্যাভিলিয়ন, যেখানে সুরেলা সংগীত অতিথিদের আমোদিত করে।ডেজার্ট রকে থাকার জায়গা চার ভাগে বিভক্ত। হোটেলের সর্বোচ্চ স্থানে রয়েছে দুই শয্যার একটি ভিলা। এর মাস্টার বেডরুম থেকে দুর্গম পাহাড়ি দৃশ্য ও ব্যক্তিগত ইনফিনিটি পুল দেখা যায়। অন্য ঘরে দুটি কুইন বেড, বড় ডাইনিং স্পেস ও শিলার দেয়ালে সাজানো বসার ঘর রয়েছে। মাস্টার বাথরুমে স্ট্যান্ডঅ্যালোন বাথটাব, ফ্লোর-টু-সিলিং জানালা ও ওয়াক-ইন রেইন শাওয়ারে মিলবে পাহাড়ি দৃশ্যের স্বাদ।রাস্তায় এখন কিয়ার ইভি৫রিসোর্টের সাজসজ্জা সম্পূর্ণ...