হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইলে এটি কেবল একাডেমিক দিক থেকেই নয়, আর্থিক দিক থেকেও একটি বড় ‘বিনিয়োগ’। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে হার্ভার্ডে অর্থনীতি পড়তে যে খরচ হয় এবং কীভাবে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পেতে পারেন, তা তুলে ধরা হয়েছে। হার্ভার্ডে স্নাতক পর্যায়ে অর্থনীতি পড়ার মোট খরচের মধ্যে রয়েছে টিউশন ফি, আবাসন ও খাবার, স্বাস্থ্যবিমা, বইপত্র ও যাতায়াত খরচ। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে হার্ভার্ড কলেজের শুধু টিউশন ফি প্রায় ৫৯ হাজার ৩২০ ডলার। অন্যান্য খরচ যোগ করলে মোট বাৎসরিক খরচ দাঁড়াবে প্রায় ৮৬ হাজার ৯২৬ ডলার (প্রায় ৯৫ লাখ টাকা)। মোট খরচ (আবাসন, খাবার, ফি ইত্যাদিসহ): ৮৩,০০০–৮৭,০০০ অন্যান্য ব্যয় (যাতায়াত, বইপত্র, ব্যক্তিগত খরচ): ২০,০০০–২৬,০০০ হার্ভার্ডে আর্থিক সহায়তার ব্যবস্থা খুবই শক্তিশালী। ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে:...